জুলাই ২৫, ২০২৪, ০২:৫৭ পিএম
কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে আর কোনও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, যদি দেশের মানুষের জানমালের উপর আঘাত আসে আমরা আর ঘরে বসে থাকবো না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা সাত আসনের সংসদ সদস্য সোলায়মান সেলিম।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর লালবাগ এলাকার মদিনা টাওয়ারে ঢাকা ৭ আসনের অন্তর্গত সকল ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।
সোলায়মান সেলিম বলেন, “কোটা আন্দোলনের বিএনপি জামাত স্বার্থ হাসিলের জন্য লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। দেশব্যাপী নৈরাজ্য বন্ধে ও অপপ্রচার এবং গুজব রোধে শুরু থেকেই মাঠে ছিল আওয়ামীলীগ। তবে, আওয়ামী লীগের এমন ক্লান্তিকালেও যারা ঘরে বসে থেকেছে তাদের তালিকাও করা হচ্ছে এবং যারা দুর্বৃত্তকারীদেরকে সহায়তা করেছে তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আগামীতে যেন দুষ্কৃতিকারীরা দেশ ও রাষ্ট্রের সম্পদ বিনষ্ট এবং সাধারণ মানুষের জান মাল যেন নষ্ট করতে না পারে তাই আবারও আওয়ামীলীগকে সুসংগঠিত করে সকলকে শেখ হাসিনার বার্তা পৌঁছে দিতে হবে।”
সোলায়মান সেলিম আরও বলেন, “এক সময় এ আন্দোলন ছিল শিক্ষার্থীদের।
সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে বিএনপি জামাত তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নাম করে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও অগ্নি সংযোগ করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে এর জবাব তাদের দিতে হবে।”
বিএনপি`র আমলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরবাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়েছে উল্লেখ করে
তিনি বলেন, “আমরা কিন্তু তালিকা করে কারও বাড়িতে হামলা চালাইনি।আমাদের নেত্রী কখনও এই শিক্ষা দেয়নি। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই লক্ষ্যে কাজ করবে ঢাকা ৭ আসনের আওয়ামীলীগ ও সাধারণ জনগণ।”